Logo

রাজনীতি

সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৪১

সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের পর বিএনপি আজ সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম— জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যথারীতি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতেই এ বৈঠক ডাকা হয়েছে। বিএনপি আগে থেকেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল। আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা দেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর