সালাহউদ্দিন আহমেদ
একটি দল ‘জান্নাতের টিকিট বিক্রি’ করে ভোটের বৈতরণী পার হতে চায়
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৪:২১
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে একটি দল রয়েছে যারা ‘ধর্মের নামে রাজনীতির ব্যবসা’র মাধ্যমে ‘জান্নাতের টিকিট বিক্রি’ করে ভোটের বৈতরণী পার হতে চায়। তিনি অভিযোগ করেন, এসব দলের হাতেই নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে সচেতন নারী সমাজের মৌন মিছিল’ পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা নারীদের কর্মঘণ্টা কমানোর কথা বলে তারা মূলত নারীদের কর্মসংস্থান কেড়ে নিতে চায়। উদ্দেশ্য একটাই— নারীদের ঘরে বন্দি করে রাখা। তিনি আরও বলেন, দেশে নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর আন্দোলন গড়ে ওঠেনি। আইন কঠিন হলেও তা সঠিকভাবে প্রয়োগ না হওয়ায় ধর্ষক ও নির্যাতনকারীরা আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যায়।
তিনি বলেন, ‘নারী নির্যাতনকারীরা শুধু সামাজিকভাবেই নয়, কখনো কখনো আইনশৃঙ্খলা বাহিনীর অপব্যবহারের কারণেও পার পেয়ে যায়। শক্ত আইন থাকলেও প্রয়োগ না হলে এর সুফল পাওয়া যায় না।’
জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, সেখানে স্বাক্ষরিত বিষয়গুলো বিএনপি অক্ষরে অক্ষরে মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর বাইরে সংসদের সার্বভৌমত্ব খর্ব করে এমন কোনো আরোপিত নির্দেশ জনগণ মেনে নেবে না। গণভোটের নামে আইন বা সংবিধান সংশোধনের চেষ্টা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি ও রেহানা আক্তার শিরীন প্রমুখ।

