প্রধান উপদেষ্টার ভাষণে জামায়াতসহ ৮ দলের প্রতিক্রিয়া
নির্বাচনের আগে গণভোট ও ৩ উপদেষ্টার অপসারণ দাবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৪:৫৩
ছবি : সংগৃহীত
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় নির্বাচনপূর্ব গণভোট আয়োজন ও অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন এবং একটি নির্দিষ্ট দলের স্বার্থে কাজ করছেন, যাতে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হয়। তাহের বলেন, ‘তিনজন উপদেষ্টা ভুল তথ্য দিয়ে প্রধান উপদেষ্টাকে মিসগাইড করছেন। সুকৌশলে তারা একটি দলের হয়ে কাজ করছে, যাতে একটি সুষ্ঠু নির্বাচন না হয়। আমরা তাদের অপসারণের দাবি জানাচ্ছি।’
তিনি জানান, তিন উপদেষ্টার নাম তারা প্রকাশ্যে বলতে চান না, তবে প্রধান উপদেষ্টার কাছে গোপনে সেই তালিকা পাঠানো হবে। তাহের বলেন, ‘জাতির সামনে কাউকে অসম্মান না করতে নাম এখনই বলছি না। প্রধান উপদেষ্টার কাছে আমরা নাম দেব— যারা এই ষড়যন্ত্রের হোতা।’
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তার দাবি, এতে জাতীয় নির্বাচন বেশি গুরুত্ব পাবে, আর গণভোট গুরুত্বহীন হয়ে পড়বে। তিনি বলেন, ‘গণভোটে মানুষ কম ভোট দিলে একটি দল বলবে— জনগণ গণভোট চায় না। এভাবে সংস্কারের পথ রুদ্ধ করা হবে। সরকার সেই দলের ফাঁদে পা দিয়েছে।’
তাহের আরও বলেন, নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেনি। তিনি অভিযোগ করেন, ‘লন্ডনে গিয়ে নির্বাচন তারিখ ঘোষণা এবং আলোচনা ছাড়া ইসির রোডম্যাপ প্রকাশ— এগুলো প্রমাণ করে সরকার সেই দলের প্রতি দুর্বল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ সাত দলের শীর্ষ নেতারা।
আট দলের দাবি— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরেই গণভোট, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচনপূর্ব প্রশাসনে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ।
তাহের জানান, আগামী ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।
এমএইচএস

