Logo

রাজনীতি

জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না : কাদের সিদ্দিকী

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৮:৪২

জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : বাংলাদেশের খবর

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা মানায় না। তার জন্য সরকারিভাবে প্রতিকার করেন নাই, এইটা তো একতরফা নাকি দুইতরফা বলা যায়। সরকার এক তরফাভাবে কাজ করে চলছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, বিএনপি ভালো থাকুক খারাপ থাকুক প্রচুর মানুষ রয়েছে। কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশে ভালো হবে না। সামনের নির্বাচনটা চাই সকল মানুষের অংশগ্রহণে। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। গুরুত্বসহকারে কাজ করলে কোনো ঝুঁকি নেই। কিন্তু যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছামত কোনো ফলাফল বের করবেন, তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকি নিয়ে টিকতে পারবে না।

এ সময় সদ্য কারামুক্ত মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও বাংলাদেশে ধারা তৈরি হয়নি। বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি। কারণ কারও রাষ্ট্রদর্শন নেই। বাংলাদেশকে গড়তে হলে রাষ্ট্রচিন্তাকে পরিষ্কার করতে হবে।

রেজাউল করিম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর