Logo

রাজনীতি

ময়মনসিংহের দুই আসনে এনসিপির মনোনয়ন চান মিয়াজ মেহরাব তালুকদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ২১:১৫

ময়মনসিংহের দুই আসনে এনসিপির মনোনয়ন চান মিয়াজ মেহরাব তালুকদার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ময়মনসিংহ-৫ আসনে দলের নিরঙ্কুশ সমর্থন পেয়ে তিনিই একক মনোনয়ন প্রার্থী। একই সাথে ময়মনসিংহ-৪ আসনেও মনোনয়ন সংগ্রহ করেছেন। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণের দায়িত্বে থাকা প্রতিনিধি জানান ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে মিয়াজ মেহরাব তালুকদারই ২ টি আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন।’

মিয়াজ মেহরাব তালুকদার জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও নেতৃত্বে ছিলেন। এছাড়াও নিরাপদ সড়ক আন্দোলন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট-ট্যাক্স আন্দোলনের অন্যতম সংগঠক। সুন্দরবন রক্ষা আন্দোলনে নেতৃত্বদানের জন্য গ্রেফতার হন। কোটাবিরোধী আন্দোলনে তার ব্যাপক ভূমিকার দরুন বারবার পুলিশের নির্যাতিত হয়েছেন। মিয়াজ মেহরাব তালুকদার দেশের অন্যতম এক্টিভিস্ট সংগঠন  পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন- (প্যাক) এর প্রতিষ্ঠাতা।

এ ছাড়াও  এনসিপির এ নেতা দীর্ঘদিন ময়মনসিংহে তার নিজ উপজেলার গরীব ও দু:খী মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন তার ‘খেদমতগার’ সংগঠনের মাধ্যমে। তাদেরকে উদ্যমী ও উদ্যোক্তা হতে সহায়তা করেছেন। ময়মনসিংহের জেলা এনসিপির সদস্য ডক্টর মাকামে মাহমুদ  বলেন, “মেহরাব তালুকদার বাংলাদেশপন্থী তরুণদের আইডল। ময়মনসিংহ অঞ্চলে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠায় তিনি ব্যাপক ভূমিকা রেখে চলেছেন।”

প্রথমবারের মতো নির্বাচনে নিজের প্রার্থীতা প্রসঙ্গে মেহরাব তালুকদার বলেন, “জুলাইয়ের ধারাবাহিকতায় এই নির্বাচনে এক নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমি মুক্তাগাছার সন্তান। আয়মন তীরের মুক্তাগাছা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ অঞ্চল।  মুক্তাগাছার প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার সুযোগ হলে মুক্তাগাছাকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ‘রাজধানী’ হিসেবে গড়ে তুলবো। আয়মন নদীকে পুনর্জিব্বিত করে এই নদী কেন্দ্রীক পুরনো রুপে মুক্তাগাছাকে সাজাবো। এলাকার তরুণ ও কর্মক্ষমদের জন্য স্থানীয় কর্মসংস্থান এর ব্যবস্থা করবো।”

বিশ্লেষকরা বলছেন, বৃহত্তর ময়মনসিংহে এবার জয় পরাজয়ের মূল ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে তারুণ্যের ভোট। প্রায় ৭ লাখ নতুন ভোটারের হাতে প্রার্থীদের জয় নির্ভর করবে। ময়মনসিংহ ৫ এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৩ হাজার ৪৬৬ জন। এবার ভোটার বেড়েছে ৫৬ হাজার ৯৪১ জন। জেলায় সবচেয়ে বেশি ভোটার ময়মনসিংহ-৪ আসনে। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) ও সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৬ লাখ ৫২ হাজার ৯০৭ জন। এই আসনে এবার ১৩ জন তৃতীয় লিঙ্গের ভোটারসহ মোট তরুণ ভোটার বেড়েছে ৯৫ হাজার ৮৭৬ জন।  

সে হিসেবে ক্লিন ইমেজ প্রার্থী হিসেবে মিয়াজ মেহরাব তালুকদার তারুণ্যের মনোযোগ কাড়বেন বলে মনে করছেন অনেকেই। ময়মনসিংহ ৫ এ তার প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী। অন্যদিকে ময়মনসিংহ ৪ এর এখনো প্রার্থী দেয়নি বিএনপি।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর