Logo

রাজনীতি

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতারা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৭

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতারা

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান-এর আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতারা।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এই নৈশভোজে অংশ নেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

নৈশভোজে আরও অংশ নেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাতের এই আড্ডা ছিল বেশ অনানুষ্ঠানিক। কূটনৈতিক মহলে চলমান আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, ফিলিস্তিনের সাম্প্রতিক সংকট এবং আন্তর্জাতিক সমর্থন সংগ্রহের কৌশল নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফিলিস্তিন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর