Logo

রাজনীতি

সমুদ্র বন্দর বিদেশিদের হাতে গেলে দেশ অনিরাপত্তায় পড়বে : রিজভী

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:০৩

সমুদ্র বন্দর বিদেশিদের হাতে গেলে দেশ অনিরাপত্তায় পড়বে : রিজভী

ছবি : বাংলাদেশের খবর

সমুদ্র ও নদী বন্দরগুলো বিদেশিদের হাতে গেলে দেশ অনিরাপত্তায় পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের বিঘাই হাট স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘স্বাধীনতা সাভৌমত্ব রক্ষায় কাজ করবে তত্ত্বাবধায়ক সরকার। অথচ, চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে। দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে তাহলে দেশ অনিরাপত্তায় পড়বে। ড. ইউনুস সাহেবকে বিষয়টি বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা যা করেছে সে কাজ করা যাবে না।’

তিনি বলেন, ‘ভারতের আদানীর সাথে যে বিদ্যুৎ নিয়ে চুক্তি করেছে সেটি দেশের স্বার্থে নয়, শেখ হাসিনার নিজের স্বার্থে করেছিল। ভারত তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে তাই সে চুক্তি করেছিল। যা পৃথিবীর কোথাও নেই।’ 

তিনি আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের পিআর পদ্ধতি ও গণভোটের আইনি ভিত্তি নিয়ে পাঁয়তারা করছে। বর্তমান পরিস্থিতিতে দেশের ডেঙ্গু পরিস্থিতিসহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।’

পটুয়াখালী বড়বিঘাই ইউনিয়নের বৃদ্ধ গনি মিয়ার পরিবার সাতদিন যাবৎ না খেয়ে আছে এমন একটি সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে রোববার আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

এসময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছুদুল মোমেন মিঠুন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি রুহুল কবির রিজভী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর