অপেক্ষায় আগামীর বাংলাদেশ : শেখ হাসিনার রায় নিয়ে ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:১০
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের জন্য জাতি অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৭ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেছেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!’
তিনি আরও বলেন, ‘মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।’
জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও মাজার গেট সংলগ্ন এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি সাংবাদিকদের জানান, রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়েছে সোমবার বেলা ১১টায় ট্রাইব্যুনাল বসবে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন। অপর সদস্যরা হলেন- বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন। অন্যদিকে, আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছে। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চেয়েছেন তার আইনজীবী।
ঐতিহাসিক এ রায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। বিটিভির সিগন্যাল থেকে দেশের অন্যান্য টেলিভিশন ও আন্তর্জাতিক সংস্থা রয়টার্সও রায়টি সরাসরি প্রচার করবে। এছাড়া রাজধানীর কয়েকটি স্থানে বড় পর্দায় সরাসরি রায় দেখারও ব্যবস্থা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।
ডিআর/এমবি

