Logo

রাজনীতি

বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানের, ন্যায়বিচার নিশ্চিত হবে : জোনায়েদ সাকি

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:১১

বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানের, ন্যায়বিচার নিশ্চিত হবে : জোনায়েদ সাকি

ছবি : বাংলাদেশের খবর

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘বাংলাদেশে যারা হত্যাকাণ্ড করেছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদী কায়দায় নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, তার বিচার চলছে। আমরা মনে করি, আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচার প্রক্রিয়া চালানো হয়েছে। বিচারের মাধ্যমে যে রায় আসবে, তা বাংলাদেশের জন্য ন্যায় প্রতিষ্ঠা করবে।’

তিনি বলেন, জনগণ যেমন ন্যায় বিচার পাবেন, তেমনি যারা অপরাধ করেছে তাদেরও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই ন্যায় বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। মানুষ সন্তুষ্ট হবে এমন রায় আসবে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের যে আকাঙ্খা, সেই আকাঙ্খাকে পরিণতি দিতে বিচার সংস্কার এবং নির্বাচনের সঠিক বাস্তবায়নের চেষ্টা চলছে। দেশের মানুষ এখন জাগ্রত হওয়া দরকার। বিচার সংস্কার ও নির্বাচনের পদরেখা সফল করতে হলে মানুষের ঐক্যবদ্ধ শক্তি সচেতন থাকতে হবে। কথিত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে।’

সাকি সামনের নির্বাচনের গুরুত্বের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘নির্বাচন অত্যন্ত অপরিহার্য। কোন শক্তি যাতে নির্বাচনকে ব্যর্থ করতে না পারে, সেদিকে সকলের মনোযোগ দিতে হবে। কোন কোন সংস্কার হবে, তা জনগণ নির্ধারণ করবে। মওলানা ভাসানী শৈশব থেকেই মুক্তির সংগ্রাম করেছেন। সেই মুক্তির সংগ্রাম আজও চলমান।’

এ সময় জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি ফাতেমা রহমান বিথীসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর