পৃথিবীর বুকে হাসিনার রায় দৃষ্টান্তমূলক : নুর
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:২৩
ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা চাই, এই রায়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে মানবতাবিরোধী অপরাধের বিচারে একটি দৃষ্টান্তমূলক রায় স্থাপন হবে। এই রায়ে শেখ হাসিনাসহ সকল অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হবে। মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে ভবিষ্যতে দেশে কোনো ফ্যাসিস্ট সরকার সৃষ্টি হতে পারবে না। সেই পথ আগামীর জন্য রচনা করতে হবে।’
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২৮ বছর পর ডাকসুর ভিপি হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারাদেশে যেখানেই গিয়েছি, সেখানেই রক্ত ঝরিয়েছি। টাঙ্গাইলে ভাসানীর মাজারে এসেও রক্ত ঝরিয়েছে। এই গণঅভ্যুত্থানেও গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীসহ দুই সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। দেশের মানুষ ১৯৯০ থেকে ২০২৪ পর্যন্ত মূলত দুই বড় রাজনৈতিক দলের বলয়েই রাজনীতি করেছে—আওয়ামী লীগ ও বিএনপি। ছোট দলগুলোও ওই বলয়ের কেন্দ্রীয় অংশে ছিল।’
নুরুল হক নুর আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। শীর্ষ নেতারা দেশ ত্যাগ করেছেন। তাই সাধারণ কর্মী ও নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার রয়েছে। যারা নতুন কোনো দল করতে চায়, তাদের জন্য সকলকেই স্বাগত জানানো উচিত। তবে কেউ ছদ্মবেশে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে সেটি আটকাতে হবে। আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে তাদেরকে কারাগার ও জেলখানায় রাখা হবে।’
এ সময় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, জেলা সভাপতি অ্যাডভোকেট সুজন আহমেদ, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজাউল করিম/এআরএস

