Logo

রাজনীতি

শেখ হাসিনার রায় যথার্থ, স্বচ্ছ ও যুগান্তকারী : জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:২৬

শেখ হাসিনার রায় যথার্থ, স্বচ্ছ ও যুগান্তকারী : জামায়াত

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের পর জামায়াতে ইসলামী রায়কে যথার্থ, নিরপেক্ষ ও স্বচ্ছ উল্লেখ করেছে।  

সোমবার (১৭ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আজকের রায় দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এবং এটি জাতির জন্য যুগান্তকারী।’ 

গোলাম পরওয়ার বলেন, একজন সরকার প্রধানের সর্বোচ্চ শাস্তি প্রদানের ঘটনা দেশের ইতিহাসে প্রথম, যা স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, রায়ে স্পষ্ট হয়েছে অপরাধীদের কতটা নিষ্ঠুর ও ঘৃণ্য প্রতিহিংসামূলক কর্মকাণ্ড হয়েছে। তিনি বিশ্বাস করেন, এবারের বিচার প্রক্রিয়ায় কোনো প্রশ্ন তোলা যায় না এবং এটি আন্তর্জাতিক মান অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। 

তিনি উল্লেখ করেন, দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্খা ছিল মানবতাবিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করার, এবং ট্রাইব্যুনালের এই রায়ে সেই আশা আংশিকভাবে পূর্ণ হয়েছে। জামায়াতের সেক্রেটারি দাবি করেছেন, এর আগে জামায়াত নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের বিচার প্রশ্নবিদ্ধ ছিল এবং তা ছিল ‘ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর