Logo

রাজনীতি

১ মাসের মধ্যে শেখ হাসিনার রায় কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৫

১ মাসের মধ্যে শেখ হাসিনার রায় কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম

সংবাদ সম্মেলনে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি : ভিডিও থেকে নেওয়া

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী এক মাসের মধ্যেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘এই রায় শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ইতিহাসেও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা রায়ে সন্তুষ্ট, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত সন্তুষ্টি পূর্ণ হবে না। জুলাই বিপ্লবের শহিদদের আত্মার শান্তির জন্যও দ্রুত রায় কার্যকর জরুরি।’

তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডও দ্রুত কার্যকর করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে দ্রুত ঢাকায় ফেরত আনার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আশা করি, সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই ফিরবেন। ভারতকে আর আশ্রয় দিয়ে এই বিচার ব্যাহত করা যাবে না।’

এনসিপির আহ্বায়ক দাবি করেন, বিচার প্রমাণ করেছে শেখ হাসিনা শুধু ব্যক্তি হিসেবে নয়, দল ও রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার করে গণহত্যার নির্দেশদাতা ছিলেন। তাই আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে।

সাবেক আইজিপির পাঁচ বছরের সাজায় অসন্তোষ জানিয়ে তিনি বলেন, ‘রাজসাক্ষী হলেও তার আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শপথ নিয়েছিলাম, এই হত্যার বিচার আদায় করেই ছাড়বো। আজ রায় এসেছে— এখন রায় কার্যকরের অপেক্ষা।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর