Logo

রাজনীতি

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে ‘প্রহসন’ দাবি শেখ হাসিনার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ২০:১৯

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে ‘প্রহসন’ দাবি শেখ হাসিনার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারত থেকে পাঁচ পৃষ্ঠার লিখিত বিবৃতিতে তিনি বিচারপ্রক্রিয়াকে ‘প্রহসন’ দাবি করে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। 

শেখ হাসিনা বলেন, ‘এমন একটি ট্রাইব্যুনাল যেখানে ন্যায্যভাবে অভিযোগ যাচাই ও পরীক্ষা করা হয়, সেখানে অভিযোগকারীদের মুখোমুখি হতে আমি ভয় পাই না।’

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করার উদ্দেশ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, চাইলে এসব অভিযোগ হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাক অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘মানবাধিকার ও উন্নয়ন সংক্রান্ত আমার রেকর্ড নিয়ে আমি গর্বিত।’

এর আগে আজ দুপুরে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটাই প্রথম রায়। 

সূত্র : বিবিসি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর