রাষ্ট্র যদি লুটেরাদের জায়গা হয়, তাদের দ্বারা জনগণ কোনো উপকার পায় না : রিজভী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৯:০৬
বাংলাদেশের খবর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাষ্ট্র যদি ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের জায়গায় পরিণত হয়, তাহলে সেই রাজনৈতিক দল লুটেরা, ডাকাত, দানব ও রাক্ষসে রূপ নেয়। তাদের দ্বারা জনগণের উপকার হওয়ার কোনো সুযোগ নেই।’
মঙ্গলবার দুপুরে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে রুহুল কবির অভিযোগ করেন, যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, জনগণের সাথে বেইমানি করে তাদের পরিণতি সবসময় ভয়াবহ হয়। আল্লাহর পৃথিবীতেই গতকালের বিচারের তা প্রমাণ হয়। শেখ হাসিনা দিনের ভোট রাতে করার জন্য আট হাজার কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে ৩ হাজার কোটি টাকা প্রশাসনের কর্তারা পেয়েছেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। জন্মদিনে আড়ম্বরপূর্ণভাবে ঢাক ঢোল বাজিয়ে কেক কেটে জন্মদিন পালন না করার জন্য আমার মাধ্যমে বার্তা পাঠিয়েছেন।আজকে ‘আমরা বিএনপি পরিবার’ আতিকুর রহমান রুম্মানের নেতৃত্বে যে আয়োজন করা হয়েছে একেবারে মানবহৃদয়শীল। এখানে সামাজিক দায়িত্বমূলক কাজের মধ্যে দিয়ে তার জন্মদিন পালিত হচ্ছে এটায় হওয়া উচিত।’
অনুষ্ঠানের শুরুতে আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।
বক্তব্য শেষে রুহুল কবির রিজভী তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, পাশাপাশি পঙ্গুত্ব বরণ করা দরিদ্র শিশুদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ এবং শ্রমিকদের মধ্যে পোশাক ও হাতমোজা বিতরণ করেন।
এছাড়া আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচি হৃদরোগীদের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, চক্ষু রোগীদের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পরিদর্শন করেন।
মানবিক সেবামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট চিকিৎসক ডা. মনোয়ার কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. এম এ মুহিত, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।
জুয়েল হাসান/এনএ

