নির্বাচনে সম্পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস এনসিপির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৪:২২
ছবি : ভিডিও থেকে নেওয়া
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেছেন, আগামী নির্বাচনে কমিশনের সঙ্গে পূর্ণ সহযোগিতা থাকবে। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ইলেকশন কমিশনের স্বতন্ত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। কমিশন যদি সংবিধান অনুসারে কাজ করে এবং কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থাকে, তখন রাজনৈতিক দল হিসেবে তারা শতভাগ সহযোগিতা দিতে প্রস্তুত।
বুধবার (১৯ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটওয়ারী প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের নিরাপদ ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব দেন। তিনি কমিশনকে নারীদের ভোটাধিকার রক্ষা ও সাইবার হামলা প্রতিরোধের জন্য মনিটরিং সেল গঠন করার প্রস্তাব দেন।
এছাড়া, ভোটারদের তালিকায় যাদের বয়স ১৮ হবে, তাদের অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, ‘প্রতীক হলো একজনের পরিচয়। দীর্ঘ সময় পর আমরা নির্বাচনে আমাদের পরিচয় প্রদর্শনের সুযোগ পাচ্ছি, যা আমরা হারাতে চাই না।’
এসআইবি/এমএইচএস

