Logo

রাজনীতি

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দেবেন খালেদা জিয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:০৬

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দেবেন খালেদা জিয়া

গত বছর একই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। ফাইল ছবি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান। 

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন। তার মেডিকেল বোর্ডের পরামর্শের ভিত্তিতেই তিনি এতে অংশ নেবেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গত বছর একই অনুষ্ঠানে যোগ দিয়ে দীর্ঘদিন পর প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হয়েছিলেন খালেদা জিয়া। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর ছিল তার সর্বশেষ জনসমাগমে অংশগ্রহণ।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন বেগম খালেদা জিয়া বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর