Logo

রাজনীতি

‘ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি থাকা দরকার’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:৫০

‘ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি থাকা দরকার’

ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি থাকা দরকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় তিনি এ কথা বলেন। বার্তায় ভূমিকম্পে নিহতের রুহের মাগফেরাত কামনা ও আহতের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ যা মহান আল্লাহর সিদ্ধান্তে সংঘটিত হয়। মানুষ হিসেবে আমাদের ভুমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি থাকা দরকার। কিন্তু বাংলাদেশের প্রস্তুতির বিবরণ আশংকাজনক। বিশেষ করে ঢাকা নগরের পরিকল্পনার ঘাটতি , বিল্ডিংকোড অনুসরণ না করা, পর্যাপ্ত রাস্তা ও খোলা জায়গা না রাখাসহ সামগ্রিকভাবে ঢাকাকে মরণফাঁদে পরিনত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতামত অনুসারে ঢাকায় বড়মাপের ভুমিকম্প হলে পুরো শহর ধ্বংশও হয়ে যেতে পারে। দেশের রাজধানী নিয়ে এমন খামখেয়ালিপূর্ণ আচরন সার্বিকভাবে হতাশার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, সরকার দ্রুততার সাথে দুর্যোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহন করবে।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর