Logo

রাজনীতি

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাহউদ্দিন আহমদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৬:১৯

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের মানুষ যেন ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা বুঝে রাখে যে, এই দেশে স্বৈরাচারের বা ফ্যাসিবাদের কোনো স্থান নেই। যারা গণতন্ত্র হত্যা করবে, তাদের একই পরিণতি ভোগ করতে হবে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগ কখনোই এই দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না। তারা মূলত গণতন্ত্রের মুখোশ পরা একটি মাফিয়া-ফ্যাসিস্ট শক্তি, যা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, এমনকি সংসদেও দাঁড়িয়েছে।

তিনি বলেন, জনগণের গণঅভ্যুত্থান এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা তৈরি হয়েছে। দেশের মানুষ বৈষম্যমুক্ত রাষ্ট্র চাই। কিন্তু যদি জনগণের এই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা ঘটে, বা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় থাকা ব্যক্তিরা ব্যর্থ হন, তবে দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উত্থান ঘটতে পারে। তাই সবাইকে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে।

সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের মাধ্যমে নির্বাচনের পথ বন্ধ করার চেষ্টা করছে। তিনি দেশের মানুষকে একতা বজায় রাখতে আহ্বান জানান এবং বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সালাহউদ্দিন আহমদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর