Logo

রাজনীতি

জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চে কে কোন দায়িত্বে?

আহ্বায়ক ডা. মাহফুজ, সদস্যসচিব ফারাহ খান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৯:০১

আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ১৯:৫৮

ব্যারিস্টার ফারাহ খানের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’। শনিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মঞ্চের কমিটি গঠিত হয়। 

জাসদের সকল অংশকে একত্রিত করার উদ্দেশ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খান এই মঞ্চ গঠনের উদ্যোগ নেন।  

সক্রিয় ও প্রাক্তন জাসদের নেতাকর্মীদের সমন্বয়ে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’র আহ্বায়ক করা হয়েছে ডা. মাহফুজুর রহমানকে। সদস্যসচিব হয়েছেন ফারাহ খান।‌ 

সভায় মাহফুজুর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাসদের সকল গ্রুপকে এক মঞ্চে আসার উদ্যোগ গ্রহণ করেছি। জাসদের সকল অংশের উল্লেখযোগ্য নেতাকর্মীরা আমাদের ঐক‍্য মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।’

ব্যারিস্টার ফারাহ খান বলেন, ‘মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা বৃথা যেতে দিতে পারি না। এর জন‍্য দরকার আদর্শিক রাজনৈতিক শক্তি। সে লক্ষ‍্যে জাসদকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই।’

ভেদাভেদ ভুলে জাসদের সকল অংশের নেতাকর্মীদেরকে ঐক‍্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের স্বার্থে জাসদের হারানো ঐতিহ‍্য, গৌরব ও সম্মান ফিরিয়ে এনে দেশের জন্য কাজ করতে হবে।’

সভায় জাসদের বিভিন্ন অংশের সংগঠক ও প্রাক্তন সংগঠকেরা জাসদের বিভিন্ন রাজনৈতিক দিক তুলে ধরেন। সভায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাসদ ও বাসদের সকল অংশের প্রতি আহ্বান জানানো হয়। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম এ আওয়াল, ফজলুল রহমান মুরাদ, মো. মনিরুজ্জামান, ওয়াজেদ আলী সরকার, খালিদ হোসেন, ডিএম আলম, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ডা. শাহ আলম, খাদেমুল ইসলাম খুদি, হাসান আলি বাবু, ইসমাইল হোসেন, আব্দুল মজিদ অন্তর প্রমুখ। 

সভায় সংবিধানের ৭০, ৪৮/১, ৪৮/৩, ৫৫/১, ৫৬/১, ৫৮/২, ১৩৪ অনুচ্ছেদকে ফ্যাসিবাদী শাসনের মূলভিত্তি উল্লেখ করে এসব অনুচ্ছেদ সংশোধন বা বাতিল করার দাবি জানানো হয়। একই সাথে ১৯৭৮ সালের সংশোধিত ৯ অনুচ্ছেদ পুনর্বহাল করে শ্রম কর্ম পেশার নির্বাচিত প্রতিনিধিদের সংযুক্ত করে স্থানীয় সরকার গঠন এবং সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদ অনুযায়ী স্তরভেদে স্থানীয় সরকারকে ক্ষমতা দিয়ে স্বশাসিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা দুই কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে বলেন, উচ্চ কক্ষ হবে কৃষি-শ্রমকর্ম পেশাজীবীদের নির্বাচিত প্রতিনিধি ও রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রতিনিধি নিয়ে। নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যানুপাতিক বা প্রতীকভিত্তিক ভোটের মাধ্যমে। কোনো দল ৫০ ভাগের বেশি ভোট না পেলে প্রথম ও দ্বিতীয় ভোট প্রাপ্ত দলের মাঝে আবার প্রতিদ্বন্দ্বিতা হবে। নিম্নকক্ষ সরকার গঠন করবে। জনগণের হাতে ক্ষমতা গেলে তারা তাদের স্বার্থেই একটি বৈষম্যহীন সমাজ গঠনের উদ্যোগ নেবে বলে সভায় আশা প্রকাশ করেন নেতারা। 


৪৮ সদস‍্যবিশিষ্ট নবগঠিত জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চের পূর্ণ কমিটির সদস‍্যরা হলেন- 

১. এম এ আওয়াল, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, জেএসডি (জাসদ রব)

২. আব্দুস সালাম, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি, জেএসডি (জাসদ রব)

৩. ওয়াজেদ সরকার, প্রাক্তন কেন্দ্রীয় কমিটি নেতা জেএসডি (জাসদ রব)

৪. আবদুল মালেক সরকার, ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি (জাসদ ইনু)

৫. খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি (জাসদ ইনু)

৬. আহমেদ ফজলুল রহমান মুরাদ, মেম্বার, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাসদ (জাসদ আম্বিয়া)

৭. মশিউর রহমান খান, প্রাক্তন জাসদ নেতা 

৮. আমিরুল ইসলাম রাঙা, পাবনা জেলা সভাপতি, বাংলাদেশ জাসদ (জাসদ আম্বিয়া)

৯. গোলাম মোস্তফা ঠান্ডু, বগুড়া জেলা সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ (জাসদ আম্বিয়া)

১০. সাব্বির আহমেদ, রংপুর জেলা সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ (জাসদ আম্বিয়া)

১১. আবুল কালাম আজাদ বাদল, চেয়ারম‍্যান, বরিশাল নেতা, বাংলাদেশ জাসদ (জাসদ আম্বিয়া)

১২. তুহিন চৌধুরী, বগুড়া জেলা সভাপতি, বাংলাদেশ জাসদ (জাসদ আম্বিয়া)

১৩. জগদিশ প্রামাণিক, টাঙ্গাইল জেলা সভাপতি, বাংলাদেশ জাসদ (জাসদ আম্বিয়া)

১৪. মকলেসুর রহমান লবু, শেরপুর সভাপতি, বাংলাদেশ জাসদ (জাসদ আম্বিয়া)

১৫. এস এম বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ (জাসদ আম্বিয়া)

১৬. সফি উদ্দিন চেয়ারম‍্যান, রাজশাহী জেলা সেক্রেটারি (জাসদ ইনু)

১৭. ডি এম আলম, মেম্বার কেন্দ্রীয় কমিটি এবং নাটোর জেলা সাধারণ সম্পাদক (জাসদ ইনু)

১৮. খাদেমুল ইসলাম খুদি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি (জাসদ ইনু)

১৯. হাসান আলি বাবু, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক (জাসদ ইনু)

২০. শফিউর রহমান, রংপুর নেতা (জাসদ ইনু)

২১. আবুল হোসেন, শেরপুর নেতা (জাসদ ইনু)

২২. আকরাম হোসেন, শেরপুর নেতা (জাসদ ইনু)

২৩. মোহাম্মদ সিরাজ শিকদার, সদস‍্য, কেন্দ্রীয় কমিটি, জেএসডি (জাসদ রব) 

২৪. ইয়াকুব আলী, সভাপতি চট্টগ্রাম জেলা, জেএসডি (জাসদ রব) 

২৫. ফকির শওকত, সহসভাপতি যশোর জেলা, জেএসডি (জাসদ রব) 

২৬. আমির হোসেন বিএসসি, প্রাক্তন সভাপতি, নোয়াখালী জেলা, জেএসডি (জাসদ রব) 

২৭. জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা নেতা, জেএসডি (জাসদ রব) 

২৮. এনায়েত উল্লাহ, নোয়াখালী জেলা নেতা, জেএসডি (জাসদ রব) 

২৯. অ্যাড. জয়দেব বিশ্বাস, কুষ্টিয়া জেলা নেতা, জেএসডি (জাসদ রব) 

৩০. রেজাউল ইসলাম, খুলনা জেলা নেতা, জেএসডি (জাসদ রব) 

৩১. মনসুর আহমেদ, খুলনা জেলা নেতা, জেএসডি (জাসদ রব) 

৩২. সাদেকুর রহমান, সভাপতি, রংপুর মহানগর, জেএসডি (জাসদ রব)  

৩৩. ইসমাইল হোসেন, ঢাকা জেলা নেতা, জেএসডি (জাসদ রব) 

৩৪. খোরশেদ আলম, ঢাকা জেলা নেতা, জেএসডি (জাসদ রব)  

৩৫. অ্যাড. তাজউদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক, জামালপুর জেলা, জেএসডি (জাসদ রব)  

৩৬. মোহাম্মদ রিয়াদ আরেফিন সুজন, সাধারণ সম্পাদক, মাগুরা জেলা, জেএসডি (জাসদ রব)  

৩৭. ফখরুল আলম খান বাবুল (সিরাজুল আলম খানের ভাই) 

৩৮. ফেরদৌস আলম খান পেয়ারু (সিরাজুল আলম খানের ভাই) 

৩৯. প্রফেসর মো. আখতারুজ্জামান, প্রাক্তন জাসদ নেতা 

৪০. মোহাম্মদ মনিরুজ্জামান, প্রাক্তন জাসদ নেতা 

৪১. মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রাক্তন জাসদ নেতা

৪২. সাব্বির পল্লব, প্রাক্তন জাসদ নেতা

৪৩. জাহাঙ্গীর আলম, সমর্থক

৪৪. আব্দুল মজিদ অন্তর, সমর্থক

৪৫. নিলোভ পারভেজ, সমর্থক

৪৬. সাইফুল বিন হানিফ, সমর্থক 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর