নিবন্ধন আপত্তি দ্রুত নিষ্পত্তির আশা করছে আমজনগণ পার্টি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৬:৪৪
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ আমজনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসমিম বলেছেন, জনগণ পার্টির নিবন্ধন প্রক্রিয়া চলছিল, তবে এটি স্থগিত হয়েছে। আমরা আশা করি সকল আপত্তি দ্রুত নিষ্পত্তি হবে। ইতিমধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি হয়েছে, এছাড়া আরও দুটি নতুন রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশনার (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দুঃখের বিষয় হলো, কিছু রাজনৈতিক ব্যক্তিরা আমাদের নিয়ে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছেন। তারা বলছেন আমরা দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন নিয়েছি। এটি সম্পূর্ণ মিথ্যা ও অগ্রহণযোগ্য।’
তিনি আরও জানান, ‘যদি কোনো রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে আপত্তি থাকে, তাহলে দুটি পক্ষকে একত্রিত করে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত নেওয়া প্রয়োজন।’
এ সময় দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন বলেন, ‘আমরা সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আশা করি দ্রুত সমাধান হবে। নির্বাচনের জন্য মনোনয়ন প্রচারের সময় যেন ক্ষয় না হয়। নির্বাচন কমিশন আইন ও বিধি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেবে, এতে আমরা ধন্য।’
এসআইবি/এমএইচএস

