Logo

রাজনীতি

নারী সমাজ জাগ্রত হলেই বদলে যাবে দেশ : নিপুণ রায়

Icon

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৯:০৭

নারী সমাজ জাগ্রত হলেই বদলে যাবে দেশ : নিপুণ রায়

ছবি : বাংলাদেশের খবর

নারীর ক্ষমতায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাস্তবসম্মত উদ্যোগ নিয়েছেন দাবি করে দলটির নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, দেশের নারী সমাজ জাগ্রত হলে বাংলাদেশ বদলে যাবে—এ বিশ্বাস থেকেই তিনি নারীদের অর্থনৈতিক নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করছেন।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার গো-হাট এলাকায় নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এক নারী সমাবেশে সঞ্চালকের বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নিপুণ রায় বলেন, প্রতিশ্রুতির বাইরে গিয়ে তারেক রহমান নারীদের ক্ষমতায়নের বাস্তব প্রয়াস চালিয়েছেন। বিএনপি যদি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা যাবে।

তিনি আরও বলেন, ‘নারীর অধিকার সুরক্ষায় বিএনপি সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে মাঠে আছে। এ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল মহিত তালুকদারকে জয়ী করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা: বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু ও সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর