Logo

রাজনীতি

‘পাঠ্যবই থেকে ৭ মার্চের ভাষণ বাদ’ দেওয়া নিয়ে যা বললেন সোহেল তাজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ২০:৫৯

‘পাঠ্যবই থেকে ৭ মার্চের ভাষণ বাদ’ দেওয়া নিয়ে যা বললেন সোহেল তাজ

সোহেল তাজ। ফাইল ছবি (সংগৃহীত)

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কখনও উজ্জ্বল হবে না।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেছেন।

সোহেল তাজ তিনটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি হলো ‘দৈনিক শিক্ষা’ অনলাইন পত্রিকার একটি ছবি, যেখানে লেখা হয়েছে ‘পাঠ্য বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান’। অন্য দুটি ছবি হলো জর্জ অরওয়েলের লেখা বিখ্যাত দুটি বই – ‘Animal Farm’ ও ‘1984’, যা তিনি সবাইকে পড়ার জন্য অনুরোধ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘যখন যে দল বা গোষ্ঠী ক্ষমতার চেয়ারে বসে ইতিহাস আড়াল করে বা বিকৃত করে নতুন ইতিহাস লেখার চেষ্টা করে, যার ফলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হয় এবং দেশপ্রেম জাগে না। আমরা সেই একই দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার জালে আটকে থাকি। ৭১ আমাদের স্বাধীন একটি দেশ দিয়েছে। প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কখনও উজ্জ্বল হবে না।’


তিনি জর্জ অরওয়েলের ‘1984 থেকে, ‘who controls the past controls the future’ উদ্ধৃত করে সবাইকে অনুরোধ করেছেন ‘Animal Farm’ ও ‘1984’ বই দুটি পড়ার জন্য।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর