Logo

রাজনীতি

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ২১:২৬

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

সন্ধ্যায় খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে যান। ছবি : বিএনপি মিডিয়া সেল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক জাহিদ হোসেন জানান, ‘ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করানোর জন্য তিনি হাসপাতাল কেবিনে ভর্তি আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে যান।

সম্প্রতি, গত শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।

খালেদা জিয়া সর্বশেষ ১৫ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছিলেন। ৭৯ বছর বয়সী তিনি বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখসহ নানা জটিলতায় ভুগছেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর