Logo

রাজনীতি

মির্জা ফখরুল

‘কোনোরকম ঝামেলা ছাড়াই আগামী বছর নির্বাচনের আয়োজন হবে’

Icon

আবু সালেহ, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৪

‘কোনোরকম ঝামেলা ছাড়াই আগামী বছর নির্বাচনের আয়োজন হবে’

ছবি : সংগৃহীত

বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে রয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ২০২৬ সালে নির্বাচনের আয়োজন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলার বিভিন্ন স্তরের আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার ব্যবস্থার স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত প্রকাশ করেন।

মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুলসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর