নিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে নাকে খত দিয়ে রাজনীতি ছাড়বেন রাশেদ খাঁন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৯:৩৮
ছবি : বাংলাদেশের খবর
নিজের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজির অভিযোগ প্রমাণিত হলে ‘নাকে খত দিয়ে’ রাজনীতি ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টায় ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে নির্বাচনী গণসংযোগে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ‘দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজরা ভোটের আগে মানুষের মাঝে ভয় সৃষ্টি করতে চাইছে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ আর ভয়ভীতির রাজনীতি চায় না। আগামী নির্বাচনে ভয় দেখিয়ে লাভ হবে না।’
তিনি দাবি করেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন। কেন্দ্র দখল বা ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে থাকবে।’
ভোটারদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, ‘আমি আপনাদের ভাই। নেতা হতে আসিনি। সৎ, যোগ্য, শিক্ষিত ও মেধাবী প্রার্থীকে ভোট দেবেন। আমাকে ভোট দেওয়া বাধ্যতামূলক নয়। আমার চেয়ে যোগ্য কেউ থাকলে তাকেই ভোট দিন—আমিও তাকেই ভোট দেব।’
কৃষি ও শিক্ষাখাতের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘কৃষকরা সার–বীজ পায় না। বিগত ১৬ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। কৃষককে বাঁচাতে এবং শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে নতুন নেতৃত্ব প্রয়োজন।’
পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।
এম বুরহান উদ্দীন/এআরএস

