Logo

রাজনীতি

শেখ হাসিনার লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০০

শেখ হাসিনার লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

অগ্রণী ব্যাংকের লকারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৮৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিআইসি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ টিম অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি খুলে স্বর্ণালংকারগুলো জব্দ করে।

লকার ভাঙার সময় ব্যাংক, এনবিআর, দুদকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লকারের সিজার লিস্ট তৈরির কাজ চলছে।

সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভল্ট দুটি খোলা হয়েছে। এই দুই লকার থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। তিনি আরও জানান, স্বর্ণ ছাড়াও লকারে আর কী ছিল— তা জব্দ তালিকা তৈরির পর নিশ্চিতভাবে জানা যাবে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার এই দুটি লকার জব্দ করে সিআইসি। কর ফাঁকি বা ঘোষণাবহির্ভূত সম্পদের তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই লকার জব্দ করা হয়েছিল বলে সংস্থা জানায়।

অন্যদিকে একই দিন পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকার খুলে কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। এক সূত্র জানায়, সেখানে শুধু একটি পাটের বস্তা পাওয়া গেছে; তবে এ বিষয়ে দায়িত্বশীল কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের ওই ১২৮ নম্বর লকারটিও জব্দ করেছিল সিআইসি।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা অগ্রণী ব্যাংক পূবালী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর