Logo

রাজনীতি

সাংবাদিকরা শুধু প্রচারই করেন না, সংশোধনও করেন : ড. মাসুদ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৫১

সাংবাদিকরা শুধু প্রচারই করেন না, সংশোধনও করেন : ড. মাসুদ

ছবি : বাংলাদেশের খবর

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সাংবাদিকরা শুধু ভালো কাজই প্রচার করেন না, অন্যায়, ত্রুটি ও বিচ্যুতি সংশোধনেরও অন্যতম শক্তিশালী মাধ্যম।

তিনি বলেন, সাংবাদিকরা আমাদের প্রচার করেন ঠিকই, তবে আমাদের সংশোধনও করেন। অনেক সময় শাসনও করেন। সাংবাদিকদের কারণে আমরা নিজেদের সংযত রাখি, ভুল হওয়ার আশঙ্কায় আরও সতর্ক হই।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য ‘জুলাই শহিদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ বাস্তবায়ন–সংক্রান্ত প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. মাসুদ বলেন, একজন মানুষের চোখে কোনো ভুল ধরা না পড়লেও সাংবাদিকের মাধ্যমে সেই ভুল মুহূর্তেই পৌঁছে যায় লাখো মানুষের কাছে। `আপনাদের আমরা যেমন ভালোবাসি, তেমনি কোনো অপকর্ম বা অন্যায়ের কারণে ভয়ও করি। আবার কেউ কেউ আপনাদের ভয় দেখিয়ে সেই ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করে।'

তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন এবং সে কারণে কেউ ভয় দেখায়, তাহলে তিনি ব্যক্তিগতভাবে সাংবাদিকদের পাশে দাঁড়াবেন। `সকল জুলুম–নির্যাতন প্রতিরোধে আমি আপনাদের কর্মী হিসেবে কাজ করব,'— বলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিভিন্ন পর্যায়ের আলেম–ওলামাদের নিয়ে তরুণদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা সুশৃঙ্খল জীবনযাপন ও ইসলামের অনুশাসন মেনে চলতে পারে। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীকেও তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর