Logo

রাজনীতি

দলীয় প্রতীক ‘শাপলা কলি’র ছবি প্রকাশ করল এনসিপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৫:০৬

দলীয় প্রতীক ‘শাপলা কলি’র ছবি প্রকাশ করল এনসিপি

দলীয় প্রতীক শাপলা কলির ছবি প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটেও প্রতীকের ছবি যুক্ত করা হয়েছে।

গতকাল বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে শাপলা কলি প্রতীকের ওই ছবি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় এখন থেকে গণমাধ্যমে এনসিপির প্রতীকের এই ছবি ব্যবহারের অনুরোধ করেছেন।

মুশফিক উস সালেহীন বলেন, আজ তাঁরা অনানুষ্ঠানিকভাবে ইসির কাছ থেকে দলীয় প্রতীকের চূড়ান্ত ছবির বিষয়টি জেনেছেন। পরে ইসির ওয়েবসাইটেও সেটি প্রকাশিত হয়েছে।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর