খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল নেতা হালিমের দোয়া আয়োজন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৫
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন পল্টন থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুল হালিম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পল্টন রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুলক এনাম, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক শাহজাহান চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা। সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
এমএইচএস

