Logo

রাজনীতি

নাহিদ ইসলামের নেতৃত্বে ইসিতে এনসিপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭

নাহিদ ইসলামের নেতৃত্বে ইসিতে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি) তে এসেছে চার সদস্যের প্রতিনিধি দল।

বুধবার(৩ নভেম্বর) বিকাল ৩ টায় তারা ইসিতে আসেন।তার কিছুক্ষণ পর প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এ এম এম নাসির উদ্দিনের রুমে প্রবেশ করেন।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল,প্রবাসী ভোট ও আরপিওর একটি বিষয় নিয়ে সিইসি সঙ্গে তাদের আলোচনা হতে পারে।

এনসিপির প্রতিনিধি দলে আরও আছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর