খালেদা জিয়ার সিসিইউতে চীনা চিকিৎসক দলের প্রবেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে চীনা কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. কাই জিয়ানফাংয়ের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল টিম সিসিইউতে ঢোকে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এর আগে চার সদস্যের একটি চীনা দল হাসপাতালে প্রবেশ করলেও পরে আরও চিকিৎসক যোগ হয়ে দলটি ছয় সদস্যে পরিণত হয়। বিশেষজ্ঞরা খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা প্রক্রিয়া পর্যালোচনা করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা অব্যাহত থাকবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলমান রয়েছে এবং তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের শারীরিক সক্ষমতা ধরে রেখেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার ব্রিফিংয়ে বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বিত পরামর্শ অনুযায়ী চিকিৎসা হচ্ছে। গুজবে কান না দিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর মুক্তি লাভ করেন তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালটিতে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন।
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করা বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে, খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তায় কাজ শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)।
এমএইচএস

