শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি : শিবির সভাপতি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু বর্তমান বিএনপি সেই চেতনা ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটছে।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পর দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, কিন্তু একটি রাজনৈতিক দল সেই স্বপ্ন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ও সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিবির সভাপতি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করা হয়েছে। শত শত শিবির কর্মী নিহত হলেও অনেকের আজও খোঁজ মেলেনি। তিনি দাবি করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে সৃষ্ট নতুন বাংলাদেশের সম্ভাবনাকে বাস্তবায়ন করতে হলে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে।
সমাবেশে বক্তব্যের শুরুতেই তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন। উপস্থিত হাজারো ছাত্র-জনতা ‘আমিন’ বলে দোয়ায় অংশ নেন। শিবির সভাপতি বেগম জিয়ার দেশের জন্য অবদান এবং আগামী বাংলাদেশ গঠনে তাঁর গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, চাকসু ভিপি ইবরাহীম রনি, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য দেন পাবনা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন, জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরসহ আরও অনেকে।
-693173bb6e668.jpg)
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘শত শহীদের জীবন বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। এখানে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা হবে না।’
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘২৬ জুলাইয়ের আগের রাজনীতি আর চলবে না। জনগণের ভাষা না বুঝলে কেউ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’
চাকসু ভিপি ইবরাহীম রনি অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার পর দেশের বড় রাজনৈতিক দল একটি বিবৃতিও দিতে পারেনি। তিনি বলেন, ‘বাংলাদেশের ছাত্রসমাজ কোনো তাঁবেদারকে ক্ষমতায় দেখতে চায় না।’
সমাবেশকে কেন্দ্র করে কাহালু ও নন্দীগ্রাম এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। উপস্থিত ছাত্র-যুবকদের মতে, শীর্ষ ছাত্রনেতাদের উপস্থিতিতে প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের বিজয়ের পথ আরও সুগম হয়েছে।
জুয়েল হাসান/এআরএস

