Logo

রাজনীতি

প্রাইভেট প্রেসে ব্যালট ছাপানোর বিষয়ে আপত্তি বিএনপির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫২

প্রাইভেট প্রেসে ব্যালট ছাপানোর বিষয়ে আপত্তি বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাধারণত নির্বাচনের ব্যালট সরকারি প্রিন্টিং প্রেসেই ছাপা হয়। কিন্তু আমরা শুনছিলাম, এবার নাকি অন্য কোথাও ছাপানোর চিন্তা হচ্ছে। আমরা পরিষ্কারভাবে কমিশনকে বলেছি, কোনো প্রাইভেট প্রেসে ব্যালট পেপার ছাপানো যাবে না। তারা আমাদের আশ্বস্ত করেছেন, প্রাইভেট কোথাও ছাপানো হবে না। প্রয়োজনে সরকারি বা আর্মি প্রিন্টিং প্রেস ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, পত্রপত্রিকায় খবর এসেছে যে এবার নির্বাচনে দুটি ব্যালট থাকবে। একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। স্বাভাবিকভাবেই একটি ব্যালটে ভোট দিতে সময় লাগে; সেখানে দুইটি ব্যালট হলে সময় আরও বেশি লাগার কথা।

কিন্তু আমরা দেখলাম, প্রতিটি পোলিং বুথে ভোটারের সংখ্যা আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। এতে অনেকে ভোট দিতে না–পারার ঝুঁকি তৈরি হচ্ছে। আমরা এ বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এনেছি। আমাদের মূল বক্তব্য হলো- সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। কেউ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়।

আমরা কমিশনকে কয়েকটি পরামর্শ দিয়েছি-

• ভোটের সময়সীমা সকাল ৮টা থেকে বিকেল ৪টার পরিবর্তে বাড়ানো যায় কি না।

• পোলিং বুথ বা মার্কিং প্লেসের সংখ্যা বাড়ানো যায় কি না।

• ব্যালট বাক্স বা ভোট গ্রহণের টেবিল বাড়ানো যায় কি না।

তারা জানিয়েছেন, আগামী রোববারের সভায় বিষয়টি আলোচনা করা হবে এবং বাস্তবসম্মত হলে ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এটি কোনো সংকট নয়। তিনি বাংলাদেশের নাগরিক; আইন অনুযায়ী তার নাম তালিকায় উঠবে। এ নিয়ে উদ্বেগের কিছু নেই।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর