Logo

রাজনীতি

অবশেষে ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:০৭

অবশেষে ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আরও ৩৬টি আসনের তালিকা প্রকাশ করেছে দলটি। এতে মোট মনোনীত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। বহু আলোচনার জন্ম দেওয়া ঢাকা-১৮ আসনের প্রার্থীও ঘোষণা করেছে বিএনপি।

দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল ঢাকা-১৮ আসনটি কি শরিক দলের জন্য ছেড়ে দেবে বিএনপি? অবশেষে সেই জল্পনার ইতি টেনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তরা, তুরাগ ও আশপাশের এলাকাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মাঠপর্যায়ে দীর্ঘদিনের সক্রিয় রাজনীতির কারণে জাহাঙ্গীর দলের তৃণমূলে বেশ গ্রহণযোগ্য বলে পরিচিত।

বিগত সরকারের সময়ে তিনি কয়েক শতাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হন। প্রতিকূলতা, নিপীড়ন ও ঝুঁকি সত্ত্বেও দলীয় কর্মকাণ্ডে তার অটল নিষ্ঠা এবং তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগই শেষ পর্যন্ত তাকে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে দিয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।

এমএএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর