এয়ার অ্যাম্বুলেন্স আসছে না আজ, পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩
ছবি কোলাজ : বাংলাদেশের খবর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার প্রক্রিয়া শেষ মুহূর্তে আটকে গেছে। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে না পারায় বিদেশযাত্রা পিছিয়ে যায়।
শুক্রবার (৫ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব জানান, সবকিছু ঠিকঠাক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় আসতে পারে।
তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি ভ্রমণের উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ তিনি ফ্লাই করবেন।’
এদিকে শাশুড়িকে নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান শনিবার সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন।
এয়ার অ্যাম্বুলেন্সের বিলম্বে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি নতুন করে পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
এমএইচএস

