রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে ধানমন্ডির পারিবারিক বাসা মাহবুব ভবনে পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ধানমন্ডিতে মায়ের বাসায় পৌঁছান তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বেলা পৌনে ৩টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাযর এভারকেয়ার হাসপাতাল থেকে ধানমন্ডির উদ্দেশে রওনা হন জুবাইদা রহমান।
আতিকুর রহমান রুমন জানান, লন্ডন থেকে দেশে ফিরেই জুবাইদা সরাসরি এভারকেয়ার হাসপাতালে ছুটে যান। সেখানে তিনি খালেদা জিয়ার শয্যার পাশে অবস্থান করেন এবং চিকিৎসকদের সঙ্গে তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে অংশ নেন। এরপর তিনি ধানমন্ডিতে বাবার (প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খান) বাসা মাহবুব ভবনে যান। যেখানে তার মা সৈয়দা ইকবাল মান্দবানু রয়েছেন।
এর আগে বেলা পৌনে ১১টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান জুবাইদা রহমান। শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে আগের দিন সন্ধ্যায় তিনি দেশে ফেরার যাত্রা শুরু করেন।
২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান স্ত্রী জুবাইদা ও মেয়ে জায়মাকে নিয়ে লন্ডনে যান। এরপর আওয়ামী লীগের সময়ে আর দেশে ফেরা হয়নি তাদের। পটপরিবর্তনের পর খালেদা জিয়া লন্ডনে চার মাস চিকিৎসা শেষে চলতি বছরের ৬ মে দেশে ফেরেন। সেই সফরে তার সঙ্গে ছিলেন জুবাইদা রহমান। দেশে একমাস অবস্থান শেষে ৫ জুন তিনি লন্ডনে ফিরে যান। তখনও তিনি স্বজনদের সঙ্গে মাহবুব ভবনে সময় কাটান।
এদিকে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া একদিন পিছিয়েছে। কারিগরি কারণে অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসতে পারেনি বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব ঠিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে। মেডিকেল বোর্ড উপযুক্ত মনে করলে খালেদা জিয়া রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন।
ডিআর/এমবি

