Logo

রাজনীতি

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী

ছবি : ভিডিও থেকে নেওয়া

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা ও নিষ্ঠার এক অনন্য উদাহরণ এই অপারেশন।

শনিবার (৬ ডিসেম্বর) তিনি ইনস্টিটিউটে হাসপাতালে ভর্তি কিশোর তাসফিন ফেরদৌসকে দেখতে গেলে এসব কথা বলেন।

রিজভী বলেন, টঙ্গীর কিশোর তাসফিন সন্ত্রাসীদের হামলায় হাত হারিয়েছিল। তবে চিকিৎসকদের দক্ষতায় ২১ ঘণ্টার দীর্ঘ ও জটিল অপারেশনে তার সেই বিচ্ছিন্ন হাতটি সফলভাবে পুনঃসংযোজন করা হয়েছে। ‘এখন সে হাত নাড়াতে পারে, আঙুল নাড়াতে পারে— এটি সত্যিই বিস্ময়কর একটি অর্জন।’

তিনি আরও বলেন, দেশের চিকিৎসকদের যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া হলে চিকিৎসার জন্য মানুষের বিদেশমুখিতা কমে আসবে। ‘মেধা, মনন ও দক্ষতায় বাংলাদেশের চিকিৎসকরা অসাধারণ। আজ সেই সক্ষমতার বাস্তব প্রমাণ আমরা দেখলাম।’

অপারেশন পরিচালনাকারী সার্জন দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিজভী বলেন, ‘ডা. শরীফের নেতৃত্বে পুরো টিম যে নিষ্ঠা, শ্রম ও দক্ষতা দেখিয়েছেন—এটি আমাদের জাতির অর্জন।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডা. ফোয়ারা তাসমিম, সহকারী অধ্যাপক ও অপারেশন টিমের নেতৃত্বদানকারী ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ এবং ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফের নেতৃত্বে ২১ ঘণ্টার জটিল মাইক্রোসার্জারির মাধ্যমে তাসফিনের বিচ্ছিন্ন হাত সফলভাবে পুনঃসংযোজন করা হয়।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রুহুল কবির রিজভী বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর