কলম প্রতীক অন্যকে না দিতে আবারও ইসিতে আবেদন জাগ্রত পার্টির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ২০:৪২
বাংলাদেশ জাগ্রত পার্টি তাদের দাবি পুনরায় জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে, কলম প্রতীক যেন অন্য কোনো দলকে বরাদ্দ না দেওয়া হয়।
রোববার (৭ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবের কাছে তৃতীয় দফায় লিখিত আবেদন জমা দেন দলটির মুখপাত্র কাজী শামসুল ইসলাম।
দলটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান ও মহাসচিব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষের পক্ষে পাঠানো চিঠিতে বলা হয়, ২৮ নভেম্বর ২০২৪ সালে আত্মপ্রকাশের পর থেকে জাগ্রত পার্টি সব ধরনের নথিপত্রে কলম প্রতীক ব্যবহার করছে। এটি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়েছে। এ বিষয়ে দুবার আনুষ্ঠানিক চিঠি দিয়েও ইসিকে জানানো হয়েছে।
জাগ্রত পার্টির দাবি, অন্য একটি দলও কলম প্রতীক চাইতে পারে— এমন সংবাদ প্রকাশের পর তারা পুনরায় আবেদন জমা দেয়। কিন্তু সাম্প্রতিক সংবাদে জানা যায়, প্রতীকটি অন্য একটি দলকে দেওয়ার চেষ্টা চলছে।
দলটির বক্তব্য, এটি আইনসঙ্গত নয়। কারণ, তাদের নিবন্ধন সংক্রান্ত রিট আবেদন ইতোমধ্যে উচ্চ আদালতে চলমান।

