এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের বক্তব্যকে অসত্য, মনগড়া ও উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘জামায়াতের বিরুদ্ধে ‘অস্ত্রের রাজনীতি’ সংক্রান্ত যে অভিযোগ আখতার হোসেন করেছেন, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। দায়িত্বশীল, শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে জামায়াত, দেশে আইনের শাসন, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।’
জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গণ-অভ্যুত্থানের পর সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে জামায়াত অত্যন্ত সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক, অযৌক্তিক ও সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ।’
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এক বক্তব্যে বলেছেন, ‘বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো দলগুলো গণ-অভ্যুত্থানে আমাদের শরিক দল। আমরা প্রত্যাশা করেছিলাম, গণ-অভ্যুত্থানের পর তারা নতুন রাজনীতির প্রতিশ্রুতি দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয়নি, এর মধ্যেই বিএনপি-জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কে কার থেকে এগিয়ে যাবে, সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আমরা দেখছি যে অস্ত্র উঁচিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে।’
আইএইচ/

