Logo

রাজনীতি

জনগণ দায়িত্ব দিলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত : তাকের রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫১

জনগণ দায়িত্ব দিলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত : তাকের রহমান

তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দায়িত্ব দিলে দলটি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। একজন মেধাবী গ্র্যাজুয়েটের চাকরির খোঁজ, কৃষকের সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া, হাসপাতালের ভোগান্তি কিংবা ব্যবসায়ীদের ঘুষ দিতে বাধ্য হওয়ার গল্পই প্রমাণ করে দুর্নীতির বিস্তার। খাবারের দাম, শিক্ষার মান, রাস্তায় নিরাপত্তা— সবকিছুর পিছনে দুর্নীতি দায়ী।’

তিনি বলেন, ‘বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন নয়, এটি বহু যুগের আলোচনার বিষয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমাদের সেই লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দেয়, যখন দেশের প্রকৃত অগ্রগতি দেখা দিচ্ছিল। বিএনপির আমলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশাসনে শৃঙ্খলা ফেরানো, সরকারি সেবা স্বচ্ছ করা এবং অর্থনীতিকে মুক্ত করার কাজ শুরু করেছিলেন। এরপর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে আধুনিকায়ন, নতুন ক্রয় নীতিমালা, শক্তিশালী অডিট ব্যবস্থা এবং ২০০৪ সালে ‘দুদক’ প্রতিষ্ঠা— সবই ছিল দুর্নীতি কমানোর বড় পদক্ষেপ।’

তারেক রহমান বিএনপির অর্জন হিসেবে উল্লেখ করেন—

  • শক্তিশালী অর্থ ব্যবস্থাপনা ও বাজেট নিয়ন্ত্রণ, ব্যাংকিং ও মানি লন্ডারিং-বিরোধী আইন।
  • স্বচ্ছ ক্রয় নীতি ও প্রতিযোগিতামূলক দরপত্র।
  • উন্মুক্ত বাজার ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা।
  • ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি।

তিনি বলেন, আগামী দিনে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আরও শক্তভাবে লড়াই চালাবে। এর মধ্যে রয়েছে— প্রতিষ্ঠানের স্বাধীনতা, পুরোপুরি স্বচ্ছতা, বিচার ও আইনশৃঙ্খলা সংস্কার, ই-গভর্ন্যান্স, হুইসলব্লোয়ার সুরক্ষা, নৈতিক শিক্ষা এবং শক্তিশালী আর্থিক নজরদারি।

তারেক রহমান যোগ করেন, ‘বহু বছর অব্যবস্থাপনার পরও বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে যে, সৎ নেতৃত্ব, শৃঙ্খলা এবং জনগণের সমর্থন একসাথে থাকলে পরিবর্তন অসম্ভব নয়। জনগণ যদি দায়িত্ব দেয়, বিএনপি আবারও সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর