তারেক রহমান দেশে ফিরতে বাধা দেখেন না সারজিস
আবু সালেহ, ঠাকুরগাঁও
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৫
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে কোনো ধরনের বাধা বা সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
তিনি বলেন, তারেক রহমান যখন নিজের দেশে ফিরবেন, স্বাভাবিকভাবেই একজন নাগরিক হিসেবে নিরাপদ থাকতে পারবেন। রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি, তার দেশে ফেরা নিয়ে অযথা শঙ্কা তৈরির কোনো কারণ নেই। আগামীর রাজনীতিতে সব দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ আশা করা যায়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এনসিপি জেলা কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি দলগুলোর পারস্পরিক কাদা ছোড়াছুঁড়ি এড়িয়ে যৌক্তিক সমালোচনার চর্চা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আমরা নীতিগতভাবে কাদা ছোড়াছুঁড়ি সমর্থন করি না। কেউ যদি অযৌক্তিক কাজ করে, আমরা তার যৌক্তিক সমালোচনা করব। আবার যদি সমালোচনাটিই যুক্তিহীন হয়, তারও সমালোচনা করব। ষড়যন্ত্রকারীদের সুযোগ দিলে সামগ্রিক রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, যা আমরা চাই না।
সারজিস বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে, এনসিপি তা সমর্থন করে।
তিনি বলেন, নির্বাচন নির্ধারিত সময়ে হলে দেশের জন্য সেটি সবচেয়ে ভালো হবে। নির্বাচন এগিয়ে নেওয়া বা পিছিয়ে দেওয়ার প্রয়োজন নেই। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অগ্রাধিকার দেওয়া উচিত।
জাতীয় পার্টিকে সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগকে বৈধতা দিয়ে ২০২৪-এর অভ্যুত্থানের আগে জাতীয় পার্টি যে ভূমিকা রেখেছে, তাতে তারা প্রত্যেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। অবৈধ নির্বাচনের সুবিধা ভোগকারীদের বিচার করা উচিত। তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক, রাজনৈতিক বা আইনগত অধিকার নেই।
তিনি আরও দাবি করেন, জাতীয় পার্টিকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা।
সকালে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. রফিকুল আলম, সঞ্চালনা করেন সদস্য সচিব মো. খলিলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এআরএস/

