Logo

রাজনীতি

রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৪৯

রাশেদ খাঁনকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতার

ছবি : বাংলাদেশের খবর

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে ‘মুখে লাগাম দিয়ে কথা বলার’ হুঁশিয়ারি দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের হামদহ এলাকায় বিএনপির পক্ষে গণসংযোগ শেষে স্থানীয় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁনের উদ্দেশ্যে এনামুল কবির মুকুল বলেন, ‘ঝিনাইদহে এই লোককে আগে কোনো দিন দেখা যায়নি। এখন সে বড় বড় কথা বলছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির যেসব নেতা লড়াই-সংগ্রাম করেছে, রাশেদ খাঁন তাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছে।’

তিনি রাশেদ খাঁনকে ‘ভুঁইফোড় ও নব্য ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলেন, ‘আপনি রাজনীতি করবেন, ভালো কথা। কিন্তু আমরা লক্ষ্য করছি, আপনি বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের নিয়ে বাজে ভাষায় কথা বলে বেড়াচ্ছেন। এভাবে হিংসাত্মক আচরণ ও হেডমগিরি দেখালে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতারা যে ভাষায় কথা বলতো, রাশেদ খাঁন এখন সেই ভাষায় কথা বলছে। পাঁচশ নেতাকর্মী নেই তার, কিন্তু হুঙ্কার বাঘের মতো! ভুঁইফোড় নেতা হয়ে রাশেদ খাঁন ঝিনাইদহের বিএনপি নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে বেড়াচ্ছেন। আমি তাকে অনুরোধ করব, আপনি এসব ছাড়ুন।’

এর আগে সন্ধ্যায় ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নয়ন হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর