শেরপুর-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মণ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মণ।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তালিকা প্রকাশ করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
ঘোষিত তালিকায় দেখা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও নতুন মুখদের প্রাধান্য দেওয়া হয়েছে। শেরপুর-২ আসনের জন্য মনোনয়ন পাওয়া খোকন চন্দ্র বর্মণ এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য। বর্তমানে তিনি মুখের চিকিৎসার জন্য রাশিয়ায় রয়েছেন। সূত্রের খবর, সুস্থ হয়ে তিনি দ্রুত দেশে ফিরে আসবেন।
জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে সরকার পতনের দিন গত বছরের ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন। ওই দিনের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিতে খোকনের ঠোঁট, মাড়ি, নাক-মুখের অংশের মাংস প্রায় খুলে পড়ছে। তাঁর মুখ ও পুরো শরীর রক্তাক্ত। এই অবস্থায় তিনি একজনের হাত ধরে উঠে দাঁড়ান। খোকন নিজেই আঙুলের ছাপ দিয়ে মোবাইলের লক খোলেন। সেই মোবাইল থেকে একজন খোকনের বড় ভাই খোকা চন্দ্র বর্মণকে গুলিবিদ্ধ হওয়ার খবর জানান।
শাহরিয়ার শাকির/এমএইচএস

