Logo

রাজনীতি

পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের প্রতিদ্বন্দ্বী কে?

Icon

এসকে দোয়েল, পঞ্চগড়

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:২০

পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের প্রতিদ্বন্দ্বী কে?
ChatGPT said:

পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ভোট লড়বেন সারজিস আলম। তিনিেএনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও আটোয়ারী উপজেলার বাসিন্দা। স্থানীয় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা চালিয়ে তিনি রাজনৈতিক শক্তি গড়ে তুলছেন।

বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বী হয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির, সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জ্যেষ্ঠ পুত্র। জামায়াতের মনোনয়ন পেয়েছেন জেলা আমির ও সহকারী অধ্যাপক মাওলানা মো. ইকবাল হোসেন। এছাড়া অন্যান্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জাসদের নাজমুল হক প্রধান, জাগপারের রাশেদ প্রধান, জাকের পার্টির আনিছুর রহমান, গণসংহতি আন্দোলনের সাজেদুর রহমান সাজু, ইসলামী আন্দোলনের মুহাম্মদ আব্দুল্লাহ এবং গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান।

গত নির্বাচনে এ আসনে ভোটার ছিল ৪,৩৬,৯২৬। বর্তমানে ভোটার সংখ্যা বেড়ে ৪,৫৩,২৭৩ হয়েছে, যার মধ্যে হিন্দু ভোটার ৭৫–৮০ হাজার এবং তরুণ ভোটার ৪০–৪৫ হাজার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারী ও তরুণ ভোটাররা এবার ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এনসিপি ও বিএনপির মনোনয়ন ঘোষণার পর পঞ্চগড়-১ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে।

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর