ঝিনাইদহ-১ আসনে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট লাবাবুল বাসার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪০
অ্যাডভোকেট লাবাবুল বাসার। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার)।
বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন প্রার্থী তালিকা প্রকাশ করেন।
এনসিপির ঘোষিত প্রার্থী লাবাবুল বাসার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি দলটির জাতীয় আইনজীবী জোটের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও শৈলকুপা শাখার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন নিশ্চিত করে অ্যাডভোকেট লাবাবুল বাসার বলেন, ‘চার বছর ধরে আমি শৈলকুপায় কৃষকদের নিয়ে কাজ করছি। দয়াল ফাউন্ডেশনের মাধ্যমে কৃষক ছাউনি ও পাঠাগার স্থাপন, লাঠিখেলা, গাদন খেলা ও ফুটবলের আয়োজনের মাধ্যমে তরুণ কৃষকদের মানসিক ও শারীরিক উন্নয়নে কাজ করেছি। দীর্ঘদিন মাটির সঙ্গে সম্পর্ক থাকায় আমি ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘শৈলকুপায় দীর্ঘদিনের প্রচলিত রাজনীতি এখন অচল। নতুন বাংলাদেশে একটি বিদ্বেষমুক্ত ও নিরাপদ রাজনৈতিক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় পরিবর্তন আমি আনতে চাই। শৈলকুপার মানুষ শাপলা কলিতে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।’
ঝিনাইদহ-১ আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি ও গণঅধিকার পরিষদ এখনো কোন প্রার্থী ঘোষণা করেনি। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন দলটির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর এএসএম মতিউর রহমানকে প্রার্থী করেছে। এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে মনোনয়ন দিয়েছে। ভোটাররা আশা করছেন, তফসিল ঘোষণার পর আসনে নির্বাচনী আমেজ তীব্র হবে।
এম বুরহান উদ্দীন/এআরএস

