Logo

রাজনীতি

টাঙ্গাইল-৭ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাসুদ

Icon

রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল)

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১

টাঙ্গাইল-৭ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাসুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বুধবার (১০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রথম পর্যায়ে ১২৫টি আসনে এমপি প্রার্থী ঘোষণা করেছে। সেখানে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খন্দকার মাসুদ পারভেজকে মনোনয়ন দিয়েছে এনসিপি।

মনোনয়ন প্রাপ্তির পর মাসুদ গণমাধ্যমকে বলেন, আমি ছাত্র জীবন থেকেই সমাজসেবামূলক কাজ করে আসছি। পূর্বে কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয় বরং শিক্ষকতার পাশাপাশি মানুষের জন্য কাজ করার ইচ্ছাশক্তি এবং সাধারণ মানুষের অনুপ্রেরণা আমাকে এসব কর্মকাণ্ডে আরও এগিয়ে নেয়। গত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাজ করে যাচ্ছি তারই মূল্যায়ন দল আমাকে করেছে বলে আমি মনে করি। আমি দলের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, নির্বাচনে পাস-ফেল আছেই, যেটিই হোক না কেনো আমি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধেই মূলত সকলকে একসাথে নিয়ে লড়ে যাবো। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে বলেন, আমি মির্জাপুরের আপামর সাধারণ জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আশা করি ভোটকেন্দ্রে গিয়ে তারাও আমাকে তাদের ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রার্থী বাছাই করবে।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর