Logo

রাজনীতি

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মামুনুল হকের

Icon

আতাউর রহমান সোহেল

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ২০:৩০

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মামুনুল হকের

যারা পুরনো বন্দোবস্তে বিশ্বাসী, তারা দেশের প্রয়োজনীয় নতুন সংস্কার চায় না। তাই জুলাই সনদের বাস্তবায়নের প্রশ্নে আগামী নির্বাচনে যে গণভোটের আয়োজন হয়েছে, সেই গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে ভোট দেওয়ার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। 

আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার  মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে  বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীপুর-সদর উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর দেশের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল; সংস্কার হবে, বৈষম্যের অবসান হবে-তা আজও পূরণ হয়নি। বাংলাদেশের মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে; কিন্তু দেশ ও জাতি আজও প্রকৃত অর্থে স্বাধীন হয়নি।

বক্তব্যে তিনি আরো বলেন, আগামী বাংলাদেশ হবে গরিব মানুষের বাংলাদেশ। আগামী বাংলাদেশ কোনো জমিদার শ্রেণির মানুষের বাংলাদেশ হবে না; হবে গরিব মানুষের বাংলাদেশ। রিকশা হচ্ছে গরীবের প্রতীক। এই প্রতীকের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে গরীববান্ধব।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, এ দেশে শিল্প কারখানার মালিকরা উন্নতি করলেও শ্রমিকরা সেই উন্নতি পাননি। বক্তব্য শেষে গাজীপুর-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হকের পক্ষে রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উক্ত গণ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের  শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার ও শ্রীপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহরাব আলী মসজেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ ও আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী এবং বাইতুল মাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফজলুর রহমান।

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাওলানা মামুনুল হক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর