মির্জা ফখরুল
বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, পরাজিত হওয়ার প্রশ্নই আসে না
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮
ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, জনগণের দল— পরাজিত হওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, বিএনপির ১৫ বছরের লড়াই এখন শেষ প্রান্তে। এই লড়াইয়ের মধ্য দিয়েই বিএনপিকে সরকার গঠন করাতে হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক বিএনপির ধারাবাহিক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এই নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়ী করার এটি চ্যালেঞ্জ। জনগণের মন জয় করতে পারলেই বিজয় অর্জন সম্ভব হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ আমলের মতো হবে না, এবার নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ মন্তব্য করে তিনি বলেন, আজ তফসিল ঘোষণা হতে পারে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন নেতৃত্ব সৃষ্টির সুযোগ এসেছে। প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের পথ উন্মুক্ত হয়েছে। এর নেতৃত্ব দেবেন তারেক রহমান।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, নতুন কিছু রাজনৈতিক দল বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে তুলে ধরছে। কিন্তু এ দেশের বড় বড় সংস্কার এসেছে বিএনপির হাত ধরেই। বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের বিকাশ, নারীর শিক্ষা বিস্তার ও অর্থনীতির আধুনিকায়ন— এসব উদাহরণ তিনি তুলে ধরেন।
তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন বলেও জানান ফখরুল। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরলে পুরো বাংলাদেশ বদলে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ নেতাকর্মীরা।
বিজয়ের মাস উপলক্ষে বিএনপি শিক্ষা, স্বাস্থ্য, কৃষক কার্ড, কর্মসংস্থান, ক্রীড়া ও সামাজিক সুরক্ষাসহ আটটি খাতে করণীয় নিয়ে ধারাবাহিক কর্মশালা আয়োজন করেছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এমএইচএস

