Logo

রাজনীতি

তফসিল ঘোষণার পর এখনো কি তারেক রহমান ভোটার ও প্রার্থী হতে পারবেন?

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪১

তফসিল ঘোষণার পর এখনো কি তারেক রহমান ভোটার ও প্রার্থী হতে পারবেন?

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনের মাঠে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্নগুলোর একটি হলো— তফসিল ঘোষণার পরও কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার ও প্রার্থী হতে পারবেন?

নির্বাচন কমিশন (ইসি) বলছে, আইনগত বাধা না থাকলে এখনো তারেক রহমান ভোটার হতে পারবেন, এমনকি প্রার্থীও হতে পারবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, সংবিধান ও ভোটার তালিকা আইনে ভোটার ও প্রার্থী হওয়ার যে যোগ্যতা ও অযোগ্যতার কথা বলা আছে, সেগুলো পূরণ থাকলে তফসিল ঘোষণার পরও এ সুযোগ রয়েছে।

ইসির নিয়ম অনুযায়ী, প্রার্থী হতে চাইলে ২৯ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে ভোটার হতে হবে এবং একই সময়ের মধ্যে জমা দিতে হবে মনোনয়নপত্র। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তফসিল ঘোষণার পরও কমিশন প্রয়োজনীয় মনে করলে যেকোনো নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। আইন কমিশনকে এই এখতিয়ার দিয়েছে। ফলে তারেক রহমান চান তো লন্ডন থেকেই অনলাইনে বা দূতাবাসের মাধ্যমে ভোটার হতে পারবেন।

ভোটার তালিকা আইনের ১১ বিধির উপবিধি (১০) অনুযায়ী, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক নিজ দেশ বা সংশ্লিষ্ট দেশে ফরম–২ পূরণ করে ভোটার হওয়ার আবেদন করতে পারেন। ১৫ ধারায় বলা আছে, যোগ্য যেকোনো নাগরিককে যেকোনো সময় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে। শারীরিকভাবে দেশে থাকা বাধ্যতামূলক নয়।

ইসি কর্মকর্তারা আরও বলেন, যদি তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন, তবে ভোটার বা প্রার্থী হওয়ায় কোনো বাধা নেই। প্রয়োজনে মনোনয়নপত্র ডাকযোগে পাঠানো বা প্রতিনিধির মাধ্যমে লন্ডন থেকেই স্বাক্ষর করানো সম্ভব।

প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, বয়স ২৫ বছর হতে হবে এবং নাগরিকত্ব, নৈতিক স্খলনজনিত সাজা, দেউলিয়াত্ব বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা— এর যেকোনো একটি থাকলে তিনি অযোগ্য হবেন। তবে এসব অযোগ্যতা প্রযোজ্য না হলে তিনি যেকোনো আসনে প্রার্থী হতে পারবেন।

এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এবং দেশে এসেই ভোটার হবেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সময়সীমা নিয়ে কোনো জটিলতা হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আনবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল ১১ জানুয়ারি পর্যন্ত এবং নিষ্পত্তি ১২–১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

তফসিল ঘোষণার পরও তাই আইনগতভাবে তারেক রহমানের ভোটার হওয়া ও প্রার্থী হওয়ার সুযোগ উন্মুক্ত— সবকিছু এখন নির্ভর করছে তার সিদ্ধান্ত ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর