Logo

রাজনীতি

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে

‘তুমি কে আমি কে, হাদি হাদি’ স্লোগানে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৭

‘তুমি কে আমি কে, হাদি হাদি’ স্লোগানে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭:০০ টায়  ক্যাম্পাসের বিদ্রোহী হলের নিচ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ঘটনার নিন্দা জানিয়ে ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এসময় তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদির উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন। 

এর আগে আজ জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মো. সাইফুল ইসলাম/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর